তোমার কথা মনে পরে
তোমার কথা মনে পরে
নবাব
আচ্ছা, আমার কথা কি কখনো মনে পরে তোমার?
একবারো তো খোঁজ নিলেনা,
কেমন আছি আমি?
অথচ সেদিন বলেছিলে, কখনো ভুলবেনা মোরে।
আজও কি তাহলে আমায় স্মরণ করো?
একবার জানতে ইচ্ছা করছে।
বলবে কি আমাকে?
সবাই বলে, মানুষ সব করতে পারে
আর ভুলে যাওয়া তো খুবই সহজ।
কিন্ত কেউ কি কখনো ভেবে দেথে
যে মানুষটি ভুলে আছে, তার কতটা কষ্ট হচ্ছে?
আমি তো কেবল কষ্টের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি।
এর অর্থ এই নয় যে আমি ভাল আছি।
আমি তো কেবল লোক সমাজে ভাল থাকার অভিনয় করছি।
আচ্ছা, তোমার কি মনে পরে, আমি বলতাম
কত স্বপ্নের কথা?
কিঞ্চিত কোন বিষয় নিয়ে ভেঙ্গে যাবে আমাদের সেই সব স্বপ্ন?
আমি তো কিঞ্চিতই মনে করি।
কিন্তু তোমাদের সবাই সবকিছুকে জটিল আর বড় করে দেখে।
দেখুক না, কারো মনের চাওয়া কে তো আর ভুল ভাবা যায় না।
কারো মনের কথা তো আর ফেলে দেয়া যায় না।
আমার কাছে মনে হয়, জীবনটাকে একটু সহজ করে ভাবা উচিৎ।
কঠিন করে ভেবে নিজেকে কষ্টে রাখার মাঝে কোন স্বার্থকতা আছে কি?
তোমার আশে পাশে অনেক মানুষ আছে,
তাদের সবার মঝে নিজেকে খুঁজে দেখার চেষ্টা করিও তো।
তাদের মাঝে নিজেকে খুঁজে পাও কি না?
পাবে না। এখনি এমন কোন পরিস্থিতি আসুক,
তোমকে ছেড়ে সবাই পালাবে।
কিন্তু যতোক্ষন তোমাকে ঘিরে সবার স্বার্থ রয়েছে,
ঠিক ততোক্ষন তাদের কাছে তোমার মূল্য আছে।
তোমাকে সবাই ভালবাসে, কথাটা কতটা সঠিক?
কখনো কি ভেবে দেখার চেষ্ট করেছো?
যে বুঝেনা তোমার মনের কথা, যে মূল্য দেয় না তোমার মনের চাওয়া
সে কি করে তোমাকে ভালবাসার কথা বলতে পারে?
মুখে নয়, ভালবাসাটা থাকতে হয় হৃদয়ে।
নিজের কথাগুলো নিজের মাঝে লুকিয়ে রাখুন।
তবে যে কথা আপনজনকে না বললে নিজের কষ্ট হতে পারে,
কিংবা নিজের ক্ষতি হতে পারে,
তা আপনজনেকে বলাই উচিৎ।
যদি না বলতে পারো, তবে তা তোমার নিজেরই ব্যর্থনা।
এই কারণে যদি তোমর কষ্ট হয় তবে তার জন্য তুমি নিজেই দায়ী।
কেমন তোমার বাবা মা? কেমন তোমার ভাই বোন?
যাদের কাছে তোমার তুমি বলতে পারোনা তোমার মনের কথা।
না বলতে পারলে তা নিয়ে এতো ভাবার কি আছে?
ছুঁড়ে ফেলে দাও।
এ কাজে কেউ তোমাকে বাঁধা দিবেনা।
সাহায্য করবে তোমায়্।
তাহলে সহজ কাজটি ছেড়ে কেন তুমি কঠিনের পিছে দৌড়াও?
নিজেকে কষ্টে রাখার জন্য নাকি কষ্ট পাওয়ার জন্য?
সবাইকে খুশি করে তুমিও খুশি হও।
কষ্ট না হয় আমিই পাব।
তাতে তোমার কি?
আমার কষ্টের কথা ভেবে নিজেকে কষ্টে রেখো না।
তাতে তুমি তোমার আপনজনদের সুখী রাখতে পারবে না।
যদি সুখীই না হতে পারো, তাদের উদ্দেশ্যে তো পূরণ করতে পারবে না।
তাহলে আমাকে হারানোর কি প্রয়োজন ছিল?
আমার কাছে একটু কষ্ট নিয়ে থাকতে পারতে না?
জীবন এমনই।
কোন অপরাধ নেই।
কোন অভিযোগ নেই।
ভাল থেকো, সবাইকে ভাল রাখার চেষ্টা করো।
তোমার সুখে আমারো সুখ।
মনে পরে তোমাকে, মনে পরে বারবার।
পারছি না তাই মন থেকে তোমাকে হারাবার।
ভালবাসা অবিরাম।
যতোদিন...মনে পরে তোমাকে।
কত স্বপ্নের কথা?
কিঞ্চিত কোন বিষয় নিয়ে ভেঙ্গে যাবে আমাদের সেই সব স্বপ্ন?
আমি তো কিঞ্চিতই মনে করি।
কিন্তু তোমাদের সবাই সবকিছুকে জটিল আর বড় করে দেখে।
দেখুক না, কারো মনের চাওয়া কে তো আর ভুল ভাবা যায় না।
কারো মনের কথা তো আর ফেলে দেয়া যায় না।
আমার কাছে মনে হয়, জীবনটাকে একটু সহজ করে ভাবা উচিৎ।
কঠিন করে ভেবে নিজেকে কষ্টে রাখার মাঝে কোন স্বার্থকতা আছে কি?
তোমার আশে পাশে অনেক মানুষ আছে,
তাদের সবার মঝে নিজেকে খুঁজে দেখার চেষ্টা করিও তো।
তাদের মাঝে নিজেকে খুঁজে পাও কি না?
পাবে না। এখনি এমন কোন পরিস্থিতি আসুক,
তোমকে ছেড়ে সবাই পালাবে।
কিন্তু যতোক্ষন তোমাকে ঘিরে সবার স্বার্থ রয়েছে,
ঠিক ততোক্ষন তাদের কাছে তোমার মূল্য আছে।
তোমাকে সবাই ভালবাসে, কথাটা কতটা সঠিক?
কখনো কি ভেবে দেখার চেষ্ট করেছো?
যে বুঝেনা তোমার মনের কথা, যে মূল্য দেয় না তোমার মনের চাওয়া
সে কি করে তোমাকে ভালবাসার কথা বলতে পারে?
মুখে নয়, ভালবাসাটা থাকতে হয় হৃদয়ে।
নিজের কথাগুলো নিজের মাঝে লুকিয়ে রাখুন।
তবে যে কথা আপনজনকে না বললে নিজের কষ্ট হতে পারে,
কিংবা নিজের ক্ষতি হতে পারে,
তা আপনজনেকে বলাই উচিৎ।
যদি না বলতে পারো, তবে তা তোমার নিজেরই ব্যর্থনা।
এই কারণে যদি তোমর কষ্ট হয় তবে তার জন্য তুমি নিজেই দায়ী।
কেমন তোমার বাবা মা? কেমন তোমার ভাই বোন?
যাদের কাছে তোমার তুমি বলতে পারোনা তোমার মনের কথা।
না বলতে পারলে তা নিয়ে এতো ভাবার কি আছে?
ছুঁড়ে ফেলে দাও।
এ কাজে কেউ তোমাকে বাঁধা দিবেনা।
সাহায্য করবে তোমায়্।
তাহলে সহজ কাজটি ছেড়ে কেন তুমি কঠিনের পিছে দৌড়াও?
নিজেকে কষ্টে রাখার জন্য নাকি কষ্ট পাওয়ার জন্য?
সবাইকে খুশি করে তুমিও খুশি হও।
কষ্ট না হয় আমিই পাব।
তাতে তোমার কি?
আমার কষ্টের কথা ভেবে নিজেকে কষ্টে রেখো না।
তাতে তুমি তোমার আপনজনদের সুখী রাখতে পারবে না।
যদি সুখীই না হতে পারো, তাদের উদ্দেশ্যে তো পূরণ করতে পারবে না।
তাহলে আমাকে হারানোর কি প্রয়োজন ছিল?
আমার কাছে একটু কষ্ট নিয়ে থাকতে পারতে না?
জীবন এমনই।
কোন অপরাধ নেই।
কোন অভিযোগ নেই।
ভাল থেকো, সবাইকে ভাল রাখার চেষ্টা করো।
তোমার সুখে আমারো সুখ।
মনে পরে তোমাকে, মনে পরে বারবার।
পারছি না তাই মন থেকে তোমাকে হারাবার।
ভালবাসা অবিরাম।
যতোদিন...মনে পরে তোমাকে।
No comments